25.1 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

দ্বিতীয় ইনিংসের যে মাইলফলকে শচীনের পরই কোহলি

বিরাট কোহলির অসাধারণ ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে জয়ের পথে ভারত। ৯৮ বলে ৫টি চারে ৮৪ রানের ইনিংস খেলেছেন তিনি। এদিন দারুণ সব রেকর্ডও গড়েছেন কোহলি। আজ মঙ্গলবার চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ডও গড়েছেন এদিন।

কোহলি এদিন একটি মাইলফলকও স্পর্শ করেছেন। ওয়ানডেতে রান তাড়ায় অর্থাৎ, দ্বিতীয় ইনিংসে শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে পূর্ণ করেছেন ৮ হাজার রান। আজ ২১ রান করেই এই রেকর্ড গড়েন তিনি। ৩০১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ১৫৯ বার পরে ব্যাটিং করে এই রান পূর্ণ করেন ৩৬ বছর বয়সী কোহলি।

এর আগে এই রেকর্ড গড়েছেন শচীন। রান তাড়ায় ২৩২ ইনিংসে ব্যাট করে ৮ হাজার ৭২০ রান করেছেন শচীন। সেরা তিনে থাকা অন্য খেলোয়াড়ও ভারতীয়, রোহিত শর্মা। রান তাড়ায় তার রান ৬ হাজার ১১৫। রান তাড়ায় ৭০ শতাংশের বেশি ম্যাচে জিতেছেন কোহলি। এই ফরম্যাটে যা সর্বোচ্চ।

পড়ুন : চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে কার প্রতিপক্ষ কে?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন