আইনের দৃষ্টিতে সাকিব এ মুহূর্তে একজন খুনের মামলার আসামি। রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালেই ঢাকায় এক খুনের মামলায় আরও অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে। এখন প্রশ্ন জেগেছে দ্বিতীয় টেস্টে কি খেলতে পারবেন সাকিব? বা আইনের ধারা কি বলছে সাকিবের খেলার ব্যাপারে?
একজন খুনের মামলার আসামি জাতীয় দলের হয়ে টেস্ট খেলছেন। গত কয়েকদিন ধরে এ নিয়ে আলোচনা চলছে সব মহলেই। তার ওপর বিসিবিকে আইনি নোটিশ দেওয়া হয়েছে, মামলার তদন্তের স্বার্থে জাতীয় দল থেকে বাদ দিয়ে সাকিবকে যেন দেশে ফিরিয়ে আনা হয়।
মামলা মাথায় নিয়ে রাওয়ালপিন্ডিতে কেমন কাটছে সাকিবের সময়? জয়ের মধ্যে থেকেও সময়টা উপভোগ্য হওয়ার কথা নয় তাঁর জন্য। তবে অন্য অনেকের সঙ্গে সাকিবের পার্থক্য হলো কঠিন পরিস্থিতিও তিনি দারুণভাবে সামলে নেন। ভেঙে তো পড়েনই না, উল্টো কখনো কখনো এরকম সময়েই বের হয়ে আসে তাঁর সেরাটা।
এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় টেস্টে সাকিব খেলতে পারবেন কিনা। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সাকিব খেলা চালিয়ে যেতে পারবেন আদালত নিষেধাজ্ঞা না দিলে। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সঙ্গে সাকিব ইস্যুতে কথা বলেছে বিসিবি। সব জায়গা থেকেই বলা হয়েছে, আদালত থেকে নিষেধাজ্ঞা না থাকলে খেলতে কোন সমস্যা নাই সাকিবের।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে সাকিবকে চলে যেতে হবে যুক্তরাষ্ট্রে। বিদেশে নিজের মতো করে প্রস্তুতি নিয়ে ভারতে দলের সঙ্গে যোগ দিতে পারবেন। ততদিনে হয়তো বিসিবি মামলার বিষয়ে একটা গতি করতে পারবে। কারণ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবকে এখনও দেশের ক্রিকেটে প্রয়োজন। তাই ভক্তরা চান দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার হোক।