সারা দেশে চলছে দুর্গাপূজা শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরি আর মন্ডপ সাজসজ্জায় ব্যস্ত শিল্পীরা। তবে মূল্যস্ফিতিতে বেড়েছে প্রতিমা গড়ার ব্যয়, তাই কমেছে চাহিদা। লোকসান নিয়েও কাজ করছেন তারা।
সারাদেশের মতো টাঙ্গাইলেও ব্যাপক আয়োজনে উদযাপিত হবে দুর্গাপূজা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে গত বছরের তুলনায় এ বছর পূজার মণ্ডপের সংখ্যা কমেছে। গতবার ছিল ১৩শ পূজার আয়োজন।
দেশের পরিস্থিতির কারণে লাভ নিয়ে চিন্তিত প্রতিমা শিল্পীরা। তবুও বংশগত পেশার প্রতি সম্মান জানিয়েই আনন্দের সাথে প্রতিমা তৈরী করচ্ছেন শিল্পীরা। আর আয়োজকরাও কোনো ত্রুটি রাখছেন না পূজায়।
কুষ্টিয়ায় এ বছর জেলায় ২২৯টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সীমিত পরিসরে পূজার প্রস্তুতি নিয়েছেন আয়োজকেরা। প্রস্তুতি দেরিতে শুরু হওয়ায় চাপে আছেন প্রতিমা শিল্পীরা। চাহিদা ও মজুরিও এবছর কম বলে জানিয়েছেন তারা।
এ বছর কুষ্টিয়ায় ২৭টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সাথে বৈঠক করেছেন পূজা উদযাপন পরিষদ।
প্রত্যেক বছরের মতো এবারও দুর্গোৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উৎসবমুখর হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মালম্বীদের।