30.2 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

৪৪.৭% মানুষ মনে করেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ

বেশিরভাগ মানুষ মনে করে দ্রব্যমূল্য জনগণের নাগালে রাখতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের চেয়ে খারাপ করছে অথবা পরিস্থিতি অপরিবর্তিত আছে। শতকরা হিসাবে এর হার ৪৪.৭%।

জরিপে দেখা গেছে, ৪৪.৭ শতাংশ উত্তরদাতা মনে করেন চাল, মাছ, সবজি, ডিম, মাংস, তেল-এর মত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য কমাতে অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে ভালো কিছু করতে পারেনি এখনও। এক-চতুর্থাংশের কম উত্তরদাতা, প্রায় ২৩.৮ শতাংশ মানুষ মনে করেন বর্তমান সরকার আগের সরকারের তুলনায় ভাল করছে।

প্রায় এক-তৃতীয়াংশ অর্থাৎ ৩০.৮ শতাংশ মনে করেন দ্রব্যমূল্যের ক্ষেত্রে পরিস্থিতি আগে যা ছিল তাই আছে।

ভয়েস অফ আমেরিকার এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।

জরিপে ১,০০০ উত্তরদাতাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলের সাথে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের তুলনা করতে বলা হয়।

মৌসুমেও-দাম-চড়া-সবজির

মূল্যস্ফীতি নিয়ে নারী এবং পুরুষ উত্তরদাতাদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে।

পুরুষ উত্তরদাতাদের ৩১.৩ শতাংশ মনে করেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার আগের সরকারের চেয়ে ভাল করছে। অন্যদিকে, নারী উত্তরদাতাদের মাত্র ১৬.৩ শতাংশ মনে করেন বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারের চেয়ে ভাল করছে।

নারীদের একটি বড় অংশ, ৪১.২ শতাংশ মনে করেন পরিস্থিতি আগে যা ছিল তাই আছে, কিন্তু পুরুষ উত্তরদাতাদের মাত্র ২০.৩ শতাংশ পরিস্থিতি পাল্টায়নি মনে করেন।

বাংলাদেশের জনতত্ত্বের সাথে সামঞ্জস্য রেখে জরিপের ১,০০০ উত্তরদাতা বাছাই করা হয়। সেখানে সমান সংখ্যার নারী এবং পুরুষ ছিলেন, যাদের মধ্যে ৯২.৭ শতাংশ ছিলেন মুসলিম। উত্তরদাতাদের অর্ধেকের একটু বেশি ছিল ৩৪ বছর বয়সের নিচে এবং প্রায় এক-চতুর্থাংশ শহুরে মানুষ।

মূল্যস্ফীতি

দেখুন: ‘দ্রব্যমূল্য কমাতে ও মানুষের জীবন সহজ করতে যা যা করার আমরা করবো’ | Nagorik TV

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন