০৭/১১/২০২৫, ২৩:৪৫ অপরাহ্ণ
26 C
Dhaka
০৭/১১/২০২৫, ২৩:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ধর্মকে নিয়ে বাণিজ্য পরিহার করতে হবে : শওকত আজিজ রাসেল

আম্বার গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী-০৩ (বেগমগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শওকত আজিজ রাসেল বলেছেন, আজকে পূজা মন্ডপ পরিদর্শনে এসে সুন্দর-সুষ্ঠু পরিবেশ দেখছি। আশা করি, আমরা এই পূজা আনন্দের সঙ্গে শেষ করতে পারবো। আমাদের দলের সকল ধর্মের লোকদের বলবো আপনারা পূজায় সহযোগিতা করুন, যাতে কোন রকম বিশৃঙ্খলা না হয় এবং ধর্মকে নিয়ে কেউ যাতে বাণিজ্য করতে না পারে। উস্কানিমূলক বক্তব্য ও ধর্মকে নিয়ে বাণিজ্য পরিহার করতে হবে। আমরা যেন মিলেমিশে থাকতে পারি এটাই হবে আমাদের সকলের প্রচেষ্টা।

সোমবার সকালে চৌমুহনী হোয়াইট হাউস প্রাঙ্গণে সনাতন ধর্মাবলীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভার ২৬টি পূজামণ্ডপে আর্থিক অনুদান, খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণকালে তিনি এসব কথা বলেন।

আর্থিক অনুদান ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে, চৌমুহনী আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মন্দির অধ্যক্ষ রতেশ্বর দেবনাথ, কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আবদুল্লাহ আল বাকী, মন্দির ও মন্ডপ কমিটির উপদেষ্টা অরুন চন্দ্র, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবিরসহ বিএনপি ও সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন মন্দির ও মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পিকআপ যোগে ২৬টি পূজা মন্ডপে খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া হয়। সনাতন ধর্মাবলীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামীতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে বলে জানান আম্বার গ্রুপের শীর্ষ কর্মকর্তারা।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে প্রস্তুত ১৮৭ পূজা মন্ডপ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন