29.5 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫

সংঘবদ্ধ ধর্ষণের দায়ে চার যুবককে যাবজ্জীবন কারাদন্ড

বান্দরবানে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে চার যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল আদালত। একই সাথে এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডদেশ দেওয়া হয়।

আজ রবিবার (৯ মার্চ) সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়শা এই রায় ঘোষণা করেন।

আসামিরা হলেন, মো. রাশেদ (২৩), মো. কায়ছার (২২), ওমর ফারুক (১৮) ও মো. হানিফ (২৪)। তারা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জঙ্গল পদুয়া এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, মো. রাশেদের সঙ্গে টেলিফোনে অচেনা এক নম্বরে পরিচয় হয় কিশোরীর। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গেল ২০২১ সালের ২ ফেব্রুয়ারি রাতে রাশেদ ফোনে কিশোরীকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে পদুয়া এলাকায় আসতে বলেন। পরবর্তীতে তার বন্ধু ওমর ফারুক কাজীর বাড়িতে যাওয়ার কথা বলে গহীন জঙ্গল পথে ভাগ্যকুল এলাকায় নিয়ে গিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এসময় কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে কিশোরীকে উদ্ধার করে এবং মো. রাশেদ, মো. কায়ছার ও ওমর ফারুককে আটক করে থানায় হস্থান্তর করেন। কিশোরীকে ধর্ষণ মামলা অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আজ রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ইসমাইল বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক অভিযুক্তদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও জরিমানা আদেশ দেন। মো. কায়ছারকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছে বলে জানান তিনি।

এনএ/

দেখুন: টাকা দিয়ে ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টা করেন আওয়ামী লীগ নেতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন