26.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

ধর্ষণের মামলায় খালাস পেলেন সাবেক উপসচিব রেজাউল


কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় সাবেক উপসচিব এ কে এম রেজাউল করিম রতনকে (৬০) খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। এদিন রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

ধর্ষণের মামলার অভিযোগ থেকে জানা যায়,

বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা থাকাকালে রেজাউল করিম রতন ২০১৬ সালে মোহাম্মদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। ওই সময় কলেজে পড়ুয়া ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তিনি। এরপর বিয়ের আশ্বাসে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে ঘোরাঘুরি করেন। একপর্যায়ে ২০১৭ সালের ১২ জুন আসামি রেজাউল করিম তার অফিসে ডেকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ভুক্তভোগীকে পান করান এবং ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করেন। পরে এই ঘটনার ভিডিও আছে বলে ভয় দেখিয়ে এক বছর ধরে ভুক্তভোগীকে ধর্ষণ করে চলেন আসামি রেজাউল।

পড়ুন : মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে

দেখুন : ২০২২ সালে ধ*র্ষ*ণের শিকার প্রায় সাড়ে ৪ হাজার নারী 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন