রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িটিতে সকাল থেকে ছিলো উৎসুক মানুষের ভিড়। তাঁদের অনেকেই ভাঙা বাড়ির ভেতরে ও আশপাশে ঘুরে দেখছেন। কেউ সেলফি তুলছেন। বাড়ি দেখতে আসা অনেকে বলছেন পরবর্তী শাসকদের এ থেকে শিক্ষা নেয়া উচিৎ।
ভারতে আশ্রয় নেয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা গেলো বুধবার রাতে ধানমন্ডির শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘিরে ব্যাপক বিক্ষোভ করেন।
একপর্যায়ে বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই রাতেই ক্রেন, এক্সকাভেটর এনে বাড়ি ভাঙার কাজ শুরু হয়। যুক্ত করা হয়েছিলো একটি বুলডোজার।
সেই ভাঙ্গা বাড়িটি দেখতে উৎসুক জনতার আগ্রহ কমেনি। তাঁদের অনেকেই ভাঙা বাড়ির ভেতরে ও আশপাশে ঘুরে দেখছেন। কেও তুলছেন সেলফি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে বেড়েছে মানুষের ভিড়।
আবার কেও হাতুড়ি দিয়ে কংক্রিটের বড় স্ল্যাব ভেঙে রড বের করে নিয়ে যাচ্ছেন। রড কেটে নিয়ে যাচ্ছেন কেও কেও, বিক্রি করার জন। বাড়িটির ইট নিয়েও যাচ্ছেন অনেকে।
বাড়িটি দেখতে আসা অনেকে বলছেন যারা ক্ষমতায় আসবে তাদের এই ভাঙ্গা বাড়ি থেকে শিক্ষা নেয়ার উচিৎ।
সকালে ৩২ নাম্বার এই বাড়িটির সামনে এসেছিলেন ফিলিস্তিনের এক নাগরিকও। ওড়াতে চেয়েছিলেন সেই দেশের পতাকা। উৎসুক জনতার বাধায় ব্যর্থ হন তিনি।
ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ছাড়া গত দুই দিনে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কমপক্ষে ৩৩টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
এনএ/