০৮/১১/২০২৫, ০:৫০ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ০:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ধানমন্ডি-৩২ ও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ধানমন্ডি ৩২-এর পাশে রাসেল স্কয়ার ও বাংলামোটর মোড়ে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ আগস্ট) রাতে ৩২ নম্বর সংলগ্ন রাসেল স্কয়ার মোড়ে তাজরিন ফার্মেসির সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ কুড়িয়ে নেয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিশ বলেন, রাতে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।  

পরে রাত পৌনে ১২টার দিকে বাংলামোটর মোড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, শুক্রবার দিবাগত রাত ১১টা ৪৬ মিনিটের দিকে এনসিপির কার্যালয় রূপান্তর সেন্টারের সামনে সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) অরুক তালুকদার বলেন, বাংলামোটর মোড়ে রাত পৌনে ১টার দিকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমাদের অফিসাররা সেখানে কাজ করছেন।

পড়ুন: জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছে কমিটি : আইএসপিআর

দেখুন: চিকিৎসায় নোবেল পেলেন ২ করোনা টিকা গবেষক

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন