প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগের প্রতি জনগণ আস্থা ও বিশ্বাস রেখেছে বলেই দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখা গেছে।’
বৃহস্পতিবার সকালে গণভবন থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা প্রদানে ডিজিটাল কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাতা সুবিধাভোগীদের কাছে সরাসরি পৌঁছে দেয়ার নির্দেশ দেন। তবে শুধুমাত্র ভাতার ওপর নির্ভর না করে আর্থ-সামাজিক উন্নয়নে অংশীদার হতে প্রত্যেককে সুবিধা অনুযায়ী কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের একটি মানুষও গৃহহারা থাকবে না।
সরকারের পাশাপাশি এ বিষয়ে অবস্থাসম্পন্নদের এগিয়ে আসার আহবান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৩১টি মন্ত্রণালয়ের মাধ্যমে মোট ১২৫টি কর্মসূচি চলছে। তাদের মধ্যে ৩১টি নারী, ৩০টি পুরুষ ও ৬৪টি নারী-পুরুষ উভয়ের জন্য পরিচালিত হচ্ছে।
ফই//
Leave a Reply