24 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

ধেয়ে আসছে ঘূর্নিঝড় ‘মিল্টন’, যখন আঘাত হানবে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্নিঝড় ‘মিল্টন’। বলা হচ্ছে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় হতে চলেছে ‘মিল্টন’। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদেরও সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

আজ বুধবার (০৯ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

যুক্তরাষ্ট্রে হারিকেন ‘হেলেন’ তাণ্ডব চালিয়ে আঘাত হানার মাত্র দুই সপ্তাহ পর এটি আঘাত হানতে চলেছে।

ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, মিল্টন স্থানীয় সময় বুধবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে একটি ‘অত্যন্ত বিপজ্জনক হারিকেন’ হিসেবে আঘাত হানবে। এটি টাম্পা শহরের কাছে আঘাত হানতে পারে, যেখানে তিন মিলিয়নের বেশি মানুষ বসবাস করে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এর প্রভাবে মুষলধারে বৃষ্টি, আকস্মিক বন্যা, প্রবল বাতাস এবং সম্ভাব্য ঝড়-বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা আরও বলছেন, মিল্টন প্রায় এক শতাব্দীর মধ্যে এই অঞ্চলে আঘাত হানার সবচেয়ে খারাপ ঝড় হতে পারে। এর প্রভাবে ১০ থেকে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়া স্থানীয়ভাবে দেড় ফুট পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন