দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘ঝংকার’। ‘ঝংকার’ একটি ট্রপিক্যাল বা ক্রান্তীয় বৃষ্টিবলয়, যা বজ্রপাতসহ ভারি বর্ষণ ঘটাবে।
শনিবার (১০ মে) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য জানায়।
সংস্থাটি জানায়, দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘ঝংকার’। এটি একটি তীব্র বজ্রবাহী আংশিক বৃষ্টিবলয়। যা শুরু হতে পারে ১২/১৩ মে এবং ২০ মে পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকতে পারে।
এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অসহনীয় তাপমাত্রা বিরাজ করছে। বিশেষ করে খুলনা, রাজশাহী, বরিশাল ও রংপুর বিভাগে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।
পড়ুন: ঢাকাসহ চার জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ বৃষ্টির আভাস
দেখুন: বাংলাদেশে বজ্রপাত ও প্রাণহানি
এস