পুঁজিবাজার নিয়ে সরকার প্রধানের বৈঠকের পরও আস্থা ফেরেনি বিনিয়োগকারীদের। মার্চেন্ট ব্যাংক, সিকিউরিটিজ হাউজগুলোর শোচনীয় অবস্থায় অনেকটা ধ্বংসের দ্বারপ্রান্তে শেয়ারবাজার। তাই পুঁজিবাজারকে বাঁচাতে আস্থা ফেরানোই এখন মূল চ্যালেঞ্জ।
ক্যান্সারে আক্রান্ত পুঁজিবাজারকে বাঁচাতে অনেক মারা যেতে পারেন-প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর বক্তব্য পুরোপুরি মিলে যাচ্ছে বিনিয়োগকারীদের ক্ষেত্রে।
সংস্কারের চাপে পিষ্ট হয়ে বিনিয়োগকারী,সিকিউরিটিজ হাউজ,মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানসহ গোটা পুঁজিবাজার এখন অনেকটা আইসিইউতে। যদিও সংস্কারের সঙ্গে নেই মন্দাবাজারের সম্পর্ক-বলছেন বিশেষজ্ঞরা।
পুঁজিবাজার সংস্কারে বিদেশি বিশেষজ্ঞ আনার পরিকল্পনা জানিয়েছে সরকার। অবশ্য স্বল্পমেয়াদে তার বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জিং।
তবে এ মূহূর্ত্বে বাজারকে গতিশীল করতে ইউনিলিভারসহ অন্যান্য সরকারি কোম্পানিকে তালিকাভুক্তির কথা জানালেন সংশ্লিষ্টরা।
মন্দ ভাগ্যের কথা মানা যায় কিন্তু সহ্য করা যায় না। তারল্য সংকটের বাজারে কোন কথাতেই আর ফিরছে না আস্থা। তাই সরকার প্রধানের ম্যাজিকের দিকে তাকিয়েই এখন শেয়ারবাজার।
পড়ুন: শেয়ারবাজারে বিএসইসি কমিশনারের বিনিয়োগ বিভ্রান্তি
দেখুন: শেয়ারবাজার ভালো হবে: অর্থ উপদেষ্টা
ইম/