বিজ্ঞাপন
নওগাঁয় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য ১২দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বৃহষ্পতিবার (১৪ আগস্ট) সকালে সরকারি শিশু পরিবারে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহাম্মদ আব্দুল আউয়াল।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোহতাছিম বিল্লাহ ও গওছল আজম। জেলা সমাজসেবা আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নেয় ২০জন হিজড়া।
আয়োজকরা জানান, এ জনগোষ্ঠীর পারিবারিক, আর্থসামাজিক, শিক্ষা ব্যবস্থা, বাসস্থান, স্বাস্থ্যগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ সর্বোপরি। এই কর্মসূচির মাধ্যমে তাদেরকে সমাজের মূল স্রোতধারায় এনে সার্বিক উন্নয়নে তাদেরকে সম্পৃক্তকরণের লক্ষ্যে এই প্রশিক্ষণ।


