‘শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেইফটি দিবস। ছিলো স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও।
বৃহষ্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের আয়োজনে জেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষণ করে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয় পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
অতিরিক্ত জেলা প্রশাসক এ,এইচ,এম ইরফান উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মুমিন, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের সহকারী পরিচালক আশিকুর রহমান, চালকল মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি মোত্তালিব হোসেন তালুকদার, অটোরাইস মিল গ্রুপের দপ্তর সম্পাদক এসএম হাসিবুল হাসান, শ্রমিক নেতা আবু বক্কর সিদ্দিকসহ প্রমুখ।
সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, মালিক-শ্রমিক সম্পর্ক আরো সুদূরপ্রসারী করতে হবে। শ্রমিক ও মালিক পরস্পরের প্রচেষ্টাই একটি আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে। এজন্য এ দেশকে নতুন করে গড়ে তুলতে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সুদৃঢ় করার আহবান জানান বক্তারা। র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
এদিকে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন জেলা শাখার উদ্যোগে শ্রমিক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় শহরের মুক্তির মোড় থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কেডি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন জেলা শাখার সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক নাসির উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর খ.ম আব্দুর রাকিব, জেলা নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. আ স ম সায়েম, সদর উপজেলা জামায়াতের আমির মোনায়েম হোসাইন, সেক্রেটারী এ্যাড. আব্দুর রহিম, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি আসলাম হোসেনসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমীর খ.ম আব্দুর রাকিব, বলেন আল্লাহর আইন প্রতিষ্ঠা ছাড়া শ্রমিকদের প্রকৃত অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তাই দ্রুত শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়ার দাবী জানান।
এছাড়াও মে দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শহরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পড়ুন: নওগাঁয় নাগরিক সমাজ সংগঠনগুলোর হাব গঠন
দেখুন: সোলেমান হাজারী এখন নওগাঁয়
ইম/