০৭/১১/২০২৫, ৫:৪০ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৭/১১/২০২৫, ৫:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

‘তামাক কোম্পানির কুটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।

বিজ্ঞাপন

আজ শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৯টায় সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

সভায় সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে সৈকত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, বিএমএ নওগাঁর সভাপতি ইসকেন্দার হোসেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, রানীর প্রধান নির্বাহী ফজলুল হক খানসহ অন্যান্যরা।

বক্তারা ধূমপানের ক্ষতিকর প্রভাব উল্লেখ করে বলেন, জীবনে হতাশা ও চ্যালেঞ্জ থাকতেই পারে। তামাক সেবনকে হতাশা নিরাময়ের উপায় হিসেবে গ্রহণ করা যাবে না। তামাক ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধূমপানের জন্য পাবলিক প্লেস, কর্মক্ষেত্র ও পাবলিক পরিবহনে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিতকরণের কথাও বলেন বক্তারা।

সভায় বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা এবং বেসরকারি উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এনএ/

দেখুন: নওগাঁয় পিঠা উৎসব ও লোক সংস্কৃতি অনুষ্ঠান

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন