25.1 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

“নগদ প্ল্যাটফর্মে দুদকের অভিযান”

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্প্রতি বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস “নগদ” প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে বিদেশে অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান শুরু করেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদের নেতৃত্বে একটি টিম রাজধানীসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। অভিযানে তারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেনের সাথে সংশ্লিষ্ট নথিপত্র এবং তথ্য সংগ্রহ করছে।

এখন পর্যন্ত যে অভিযোগ উঠেছে, তাতে বলা হচ্ছে “নগদ” প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধভাবে অর্থ বিদেশে পাচার করা হচ্ছে,

যা মানিলন্ডারিংয়ের সঙ্গে সম্পর্কিত। দুদক জানায়, তাদের টিম লেনদেনের যাবতীয় ডকুমেন্ট এবং সংশ্লিষ্ট তথ্য যাচাই করছে এবং ওইসব নথিপত্রের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অভিযোগসহ বিভিন্ন সূত্রে জানা যায়, দেশে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর (এমএফএস) প্রায় পাঁচ হাজার অবৈধ এজেন্ট রয়েছে। এসব এজেন্টের মাধ্যমে গত এক বছরে প্রায় ৭৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এজেন্টরা হুন্ডির মাধ্যমে ওই টাকা পাচার করেছে।

দুদকের জনসংযোগ দপ্তর এই অভিযানের বিষয়ে নিশ্চিত করেছে এবং তারা জানিয়েছে, এই ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আরো তথ্য সংগ্রহের জন্য আরও তদন্ত কার্যক্রম চলবে। অর্থ পাচার এবং মানিলন্ডারিংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে জনসাধারণের মধ্যে আরোও সচেতনতা সৃষ্টির জন্য দুদক আহ্বান জানিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে তারা আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ।

পড়ুন:মির্জাপুরে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ নগদ ৬৮ লক্ষাধিক টাকা জব্দ

দেখুন:নগদ টাকার সংকট নেই এনআরবিসি ব্যাংকের |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন