০৮/০৭/২০২৫, ২০:১৫ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২০:১৫ অপরাহ্ণ

ফের নগর ভবনে ইশরাক, সঙ্গে সমর্থকরা

ঈদের বিরতির পর ফের বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে অবস্থান নিয়েছেন সংস্থাটির কর্মচারীরা। এর সঙ্গে ঢাকাবাসীর ব্যানারেও সেখানে একত্রিত হয়েছেন ইশরাকের অনুসারীরা। তাদের সঙ্গ দিতে ও নতুন কর্মসূচির ঘোষণা দিতে নগর ভবনে উপস্থিত হয়েছেন ইশরাক হোসেন নিজেও।

রোববার (১৫ জুন) সকাল থেকে ইশরাকের অনুসারীরা নগর ভবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পরে বেলা ১১টার দিকে সেখানে প্রবেশ করেন ইশরাক হোসেন।

এর আগে গত ৩ জুন ঈদুল আজহা সামনে রেখে ডিএসসিসি মেয়র হিসেবে শপথের দাবিতে চলমান আন্দোলন সাময়িক শিথিলের ঘোষণা দিয়েছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

আন্দোলনের বিরতির আগে ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত নগর ভবন থেকে দেওয়া সব নাগরিক সেবা বন্ধ ছিল। ঈদের ছুটির পর আজ ফের আন্দোলনে যোগ দিয়েছেন ইশরাকের অনুসারীরা।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। সেসময় আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক।

পড়ুন: ডিএসসিসি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দেখভাল করছেন ইশরাক

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন