এবার পহেলা বৈশাখে শোভাযাত্রা বের হবে ভিন্ন আঙ্গিকে। শোভাযাত্রায় একটি পরিবর্তন লক্ষ্য করা যাবে। তবে এই শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা নামে থাকবে নাকি আনন্দ শোভাযাত্রা নামে হবে, সে ব্যাপারে আগামীকাল সোমবার (২৪ মার্চ) সিদ্ধান্ত হবে বললেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি আরও বলেন, ‘আগে সবাইকে নিয়ে মঙ্গল শোভাযাত্রা হতো না। আগে শোভাযাত্রা ছিল শুধু বাঙ্গালীদের শোভাযাত্রা, এবার সকল জাতি গোষ্ঠীর শোভাযাত্রা হবে এটি।’
ফারুকী আরও জানালেন, ‘শোভাযাত্রায় পাহাড়ি বাঙালি সবাই যার যার সংস্কৃতি তুলে ধরবে। এবার নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যেই শেষ করার কোন বিধি নিষেধ থাকবে না। আইন শৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়ে সন্ধ্যার পরেও অনুষ্ঠান চলমান রাখা যাবে।’
এর আগে ফারুকী বলেছিলেন, ‘পহেলা বৈশাখ প্রত্যেক বছর যেভাবে পালন করা হয় এবারও সেভাবে পালন করা হবে।’
গত ১৮ ফেব্রুয়ারি তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
