নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ সগির আহমেদ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ মে) দুপুরে পৌর শহরের বিলাসদী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সগির আহমেদ রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের হাবিবুল্লাহর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক।
জানা যায়, বিলাসদী এলাকায় অস্ত্র কেনা-বেচা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ওসি মো. এমদাদুল হক এর নেতৃত্বে পুলিশ সদস্যরা। এসময় সন্দেহ ভাজন হিসেবে সগিরকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড তাজা গুলি ও একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, আটককৃত সগিরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুত্তি চলছে। আটককৃত সগির আহমেদ পুলিশের হাজত খানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।
পড়ুন: নরসিংদীর মাধবদীতে এনসিপির গণসংযোগ
দেখুন: নরসিংদীতে উন্নয়নের পেটে যাচ্ছে পুকুর, নষ্ঠ হচ্ছে পরিবেশ
এস