নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ ছয়জন নিহত হয়েছেন। তারা সবাই সিএনজি চালিত অটোরিকশার আরোহী ছিলেন।
আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী সড়কের পঁচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে মনোহরদী থেকে শিবপুরের ইটাখোলা মোড় যাচ্ছিল। পথে পঁচারবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এই দুর্ঘটনায় ট্রাকের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও দ্ইু নারী যাত্রীসহ ছয় জনের মৃত্যু হয়। খবর পেয়ে ট্রাকের নিচে চাপাপড়া সিএনজিতে থাকা যাত্রীদের মৃত অবস্থায় উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীরা। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।