০৮/০৭/২০২৫, ২০:৫৫ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২০:৫৫ অপরাহ্ণ

নরসিংদীতে তিন গাড়ির সংঘর্ষ, এক চালকসহ নিহত ২

নরসিংদীর পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কে বাস, মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তৃষা নামে ১২ বছর বয়সি এক শিশু ও হাইয়েছ চাল মাখন ৩৫ সহ দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরও ১০ থেকে ১২ জন। আজ রোববার (১৫ জুন) দুপুরে মাধবদী থানাধীন চাকশাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৃষা রায়পুরা উপজেলার বাঁশগাড়ী এলাকার সেলিম মিয়ার মেয়ে। সে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিল। নিহত হাইয়েছ চালক বেলব উপজেলার আমতলি গ্রামেন বাসিন্দ।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে রবিবার (১৫ জুন) দুপুরে পাঁচদোনার চাকশাল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর অপর একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশা ও মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা তৃষা নামের এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। এ সময় অটোরিকশা ও মাইক্রোবাসের ১০ থেকে ১২ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা ও সদর হাসপাতাল এবং ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়।

মাধবদী থানার উপপরিদর্শক জুয়েল রানা জানান, বাস, মাইক্রোবাস ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পড়ুন : নরসিংদীতে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন