39.8 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

নরসিংদীতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ

বাংলা নতুন বর্ষকে বরণ করে নিতে বৈশাখী শোভাযাত্রা, জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গানের মাধ্যমে বর্ষবরণের আয়োজন করেছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় র‌্যালীতে অংশ নেয় জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ, রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গাণের মাধ্যমে বাংলা নতুন বর্ষকে বরণ করে নেয়া হয়।


এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, সিভিল সার্জন ডা. সৈয়দ আমীরুল হক শামীম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল বাছেদ ভূইয়া, মো. হারুন-অর রশিদ, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নূরুল ইসলামসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

এছাড়া দিনটি উপলক্ষে রয়েছে বৈশাখী মেলা, লোকজ সংস্কৃতি প্রদর্শনী, দেশীয় খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পড়ুন : নরসিংদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল রেলওয়ে কর্তৃপক্ষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন