১৪/০৬/২০২৫, ১৭:৪৯ অপরাহ্ণ
34.6 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৭:৪৯ অপরাহ্ণ

নরসিংদীতে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

নরসিংদীর শিবপুর উপজেলায় একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।

সোমবার (৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া পেট্রলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২২), বদরুদ্দিনের ছেলে আশিক (২২) এবং বাবুল মিয়ার ছেলে অপু (২০)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সোমবার তিন বন্ধু একটি মোটরসাইকেলে খেলার সামগ্রী কিনতে নরসিংদী গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে রাত ১১টার দিকে বান্দারদিয়া বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের মোটরসাইকেলটি চাপা দেয় এতে তিন বন্ধুই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পাশের ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ও আশিককে মৃত ঘোষণা করেন। আহত অপুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত তিনজনের বাড়ি একই গ্রামে। তাদের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সাইফুল ও আশিকের বন্ধু ওবায়দুল হক জানান, তারা তিনজনই নিয়মিত খেলাধুলা করতেন। খেলার সামগ্রী কিনতে গিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শিবপুর ফায়ার সার্ভিসের তত্ত্বাবধায়ক ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শিবপুর মডেল থানার ডিউটি অফিসার হোসনে আরা বেগম জানান, নিহত তিনজনের মরদেহ থানায় রয়েছে। এগুলো বিনা ময়নাতদন্তে স্বজনদের মরদেহ বুঝিয়ে দিতে প্রক্রিয়া চলছে।
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন