১৫/০৬/২০২৫, ৮:২৭ পূর্বাহ্ণ
27.9 C
Dhaka
১৫/০৬/২০২৫, ৮:২৭ পূর্বাহ্ণ

নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যান নিহত

নরসিংদীর চৌয়ালায় বৈদ্যুতিক তারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক লাইনম্যান নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় পৌর এলাকার চৌয়ালায় এই ঘটনা ঘটে। নিহত শহিদুল শেখ (২৭) যশোরের মজিবুর শেখের ছেলে এবং নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর একজন লাইনম্যান ছিলেন।

স্থানীয়রা জানায়, বৃষ্টির পরপর লাইনে বিদ্যুৎ সরবরা নিশ্চিত করতে কাজ করছিলেন লাইনম্যান শহিদুল শেখ। এসময় বৈদ্যুতিক তারে সরবরাহ চলে আসায় বিদুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পরে লাইনম্যান শহিদুল শেখ। শরীরের বেশ কিছু অংশে পুড়ে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয় লাইনম্যানের কাছ থেকে অনুমতি না নিয়ে লাইন সর্বরাহ করা হয়েছিল। তবে এ বিষয়ে জানতে চাইলে কোন মন্তব্য করতে রাজি হননি নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুল কুদ্দুস।

এ রিপোর্ট লিখা পর্যন্ত রাত পৌনে ১০টা পর্যন্ত নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।

পড়ুন : নরসিংদীর ঘোড়াশালে গণপিটুনিতে দুই সহোদর মারা গেছেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন