“আদর্শবান যুবকরা জাগলে-ই, বাংলাদেশ জাগবে” এই প্রতিপাদ্য সামনে রেখে নরসিংদীতে ইউনিয়ন যুব সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ মে) বিকালে সাহেপ্রতাব মোড়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিলমান্দী ইউনিয়ন শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলার শাখার সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান ‘কলরব’।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিলমান্দী ইউনিয়ন শাখার সভাপতি মো: আলা উদ্দিন মিয়ার সভাপতিত্বে এ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার দপ্তর সম্পাদক এইচ, এম ওমর ফারুক বিন হানিফ, নরসিংদী সদর থানার শাখা সভাপতি মুহাম্মদ জহিরুল ইসলাম ভূইয়া, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিলমান্দী ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব বেলায়েত হোসেন সহ আরো অনেকে।
এ সম্মেলনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিলমান্দী ইউনিয়ন শাখার পুরনো কমিটি বিলুপ্ত করে মো: জামান মিয়াকে সভাপতি, মো: হারিছ মিয়াকে সহ-সভাপতি ও ইয়াছিন হাফিজকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি।
পড়ুন : মহান মে দিবস উপলক্ষ্যে নরসিংদীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত