নরসিংদীর শিবপুরে ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নেন শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাজায়েল ভূঁইয়া। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার হয়ে নরসিংদী জেলা কারাগারে ছিলেন।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে চক্রধা ইউনিয়নের আশ্রাফপুর গির্জাপাড়া গ্রামে ফাজায়েল ভূঁইয়ার বাবার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার বাবার দাফন সম্পন্ন করা হয়। দাফন শেষে পুলিশের গাড়িতে করে তাকে আবার কারাগারে নেওয়া হয়।
জানাজায় নামাজে উপস্থিত হয়ে মরহুমের স্মৃতিচারণ করেন শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আরিফ উল্লাহ ইসলাম মৃধা, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ভুলু মাষ্টার প্রমুখ।
পড়ুন : সাংবাদিক হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন ও ডিসি বরাবর স্মারকলিপি পেশ


