39.8 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

নরসিংদীতে ৩ সন্তানের জননীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা

নরসিংদীতে রায়পুরায় ৪০ বছর বয়সী তিন সন্তানের জননীকে নিজ বাড়িতে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে রাখে অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগি নারীর বড় ছেলে বাদি হয়ে গতকাল সোমবার রাতে রায়পুরা থানায় একটি মামলা রুজু করেছেন।


এর আগে ১৬ মার্চ রাত ৯টার দিকে উপজেলার প্রত্যন্ত গ্রাম রহিমাবাদে ওই নারীর নিজ বসত ঘরে জোরপূর্বক ভাবে ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন

নরসিংদীতে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন,

প্রথমে ওই নারী পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে প্রাথমিক অভিযোগ করেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন স্যার আমাকে নির্দেশ দেন। পরে অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি আমলে নিয়ে আসামিদের ধরতে মাঠে নেমেছি।

ভুক্তভোগী নারী বলেন, ‘একই এলাকার রতন মিয়ার ছেলে রাকিব মিয়া ভুক্তভোগীর বাড়িতে ঢুকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। এ সময় উপস্থিত রাকিবের দুই সহযোগী ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে। রাকিব ও তার সহযোগীরা নারীর কানে ও গলায় থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। চলে যাবার সময় হুমকি দিয়ে বলেছে, ‘যদি এ কথা কাউকে জানায় তবে স্বামী-স্ত্রীকে একসঙ্গে গলা কেটে হত্যা করা হবে।’

সোমবার বিকালে ভুক্তভোগী নারী এ বিষয়ে অভিযোগ করতে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এসে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কলিমুল্লাহর সঙ্গে দেখা করে ঘটনার বর্ণনা দেন। ঘটনা শুনে অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

পড়ুন: নরসিংদীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

দেখুন: নরসিংদীতে ড্রাগন চাষে বিপ্লবের আশাবাদ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন