নরসিংদীতে রায়পুরা উপজেলায় পান্থশালা এলাকায় মেঘনা নদীতে একটি সেতুর জন্য হাহকার ৬টি ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষের। এই নদীতে বিভিন্ন সময় সেতু নিমার্ণের গুনজন উঠলেও নানা কারণে স্থবির হয়ে পরে।
নরসিংদীতে ২৪টি ইউনিয়ন নিয়ে গঠিত বৃহত্তর রায়পুরা উপজেলা। এই উপজেলার মেঘনা নদী বেষ্টিত গ্রামগুলোর বাসিন্দারা দীর্ঘদিন ধরে নদী পথে চলাচল করছে, তাদের স্বপ্ন বুনতে অন্তর্বতী সরকারের কাছে উদ্যোগ নেয়ার আহ্বান।
মেঘনা নদী বেষ্টিত পান্থশালা ও সাইদাবাদ ঘাটে ইজারাদার কর্তৃক চলে একটি ফেরী। যানবাহন সংকটের ফলে সময় বেশি নেয় ফেরি পারাপার। জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হয় বেশি মানুষ।
এই মেঘনা নদীতে বিভিন্ন সময় সেতুর নির্মাণের উদ্যোগ নিলেও তা বন্ধ হয়ে যায় অভিযোগ নদী পাড়ের বাসিন্দা।
রায়পুরার চরাঞ্চলবাসীর স্বপ্ন পান্থশালায় মেঘনা নদীর উপর একটি সেতু নির্মাণ। এই সেতুটি নির্মিত হলে পাল্টে যাবে লক্ষ মানুষের জনজীবন ও অর্থনৈতিক চাকা।