নরসিংদীতে ৯৭৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। জব্দ করা এই ইয়াবার বাজারমূল্য নুন্যতম ৩০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। রবিবার ( ৯ জুন ) দিবাগত রাত সাড়ে ১২টায় শিবপুর কারারচর এলাকার এপেইস ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত হলো ব্রাক্ষণবাড়িয়া বিজয়নগরের চউড়া এলাকার মো: আব্দুল বারেকের ছেলে মো: মানিক মিয়া(৪৮)
সোমবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় র্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার জুয়েল রানা।
এসময় তিনি আরো জানান, রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর উপজেলার কারারচর এপেইস ফিলিং স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাবের একটি দল। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৯৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি তার ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। সে প্রাইভেটকারটির ড্রাইভিং সিটের ডান পাশের দরজার মধ্যে বিশেষ কায়দায় মাদকদ্রব্য পরিবহন করে নিয়ে আসছিল।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পেশাগত মাদক ব্যাবসায়ী এবং ব্রাহ্মনবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হইতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নরসিংদী জেলার বিভিন্নস্থানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সরবরাহ করে আসছিল বলে র্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে। আটককৃত’র বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পড়ুন: সোনারগাঁয়ে নদী, খাল ও পুকুর রক্ষায় ঐতিহ্যবাহী ‘হাঁস ধরা’ খেলা অনুষ্ঠিত
দেখুন: নরসিংদীতে ড্রাগন চাষে বিপ্লবের আশাবাদ
ইম/