নরসিংদী পৌর শহরের বড় বাজার এলাকায় ডায়মন্ড টেইলার্সে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষরিত আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত মালিক।
গতকাল বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এই আগুন ২ ঘন্টা ৩০ মিনিট চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে ডায়মন্ড টেইলার্সে দ্বিতীয় তলায় ধোয়া দেখতে পায়। এরপর মুহুর্তের মধ্যে আগুন ধরে লেলিহান তীব্র আকাড়ে ছড়িয়ে পরে টেইলার্সে। পরে খবর পেয়ে প্রথমে নরসিংদী ফায়ার সার্ভিস, পরে মাধবদী ফায়ার সার্ভিন আগুন নিয়ন্ত্রন আনার চেষ্টা করেন। তাদের সাথে স্থানীয় লোকজন সহ স্বেচ্চাসেবী, রাজনৈতিক কর্মীরা আগুন নেবানোর জন্য চেষ্টা করেন। পরে আরো ৩তিনটি ফায়ার সার্ভিস ইউনিট আগুনে নেবানো কাজে অংশ নেন। দীর্ঘ আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
পাশের মার্কেটের দোকানীরা জানান, নরসিংদী পৌর শহরের বাসিন্দা রনির মালিকানাধীন ডায়মন্ড টেইলার্সে আগুন লেগে পুরো চাই হয়ে গেছে। এতে কোটি টাকার মালামাল আগুনে পুড়ে গিয়ে নিঃস্ব হয়ে গেছে রনি।
নরসিংদী ফায়ার সার্ভিস কর্মকর্তা শিমুল মো. রফি বলেন, নরসিংদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কাপড়ের দোকান হওয়ায় ক্ষতি বেশি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এনএ/