22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

নর্থ ক্যারোলাইনায় শেষ মুহূর্তের প্রচারে ট্রাম্প-হ্যারিস

আর মাত্র একদিন পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। ৬০তম এ নির্বাচনে ট্রাম্প না হ্যারিস, কে জিতবেন তা নির্ভর করছে সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যের ওপর।

আজ রবিবার (৩ নভেম্বর) দোদুল্যমান অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনায় প্রচার চালিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে টানা চারদিন ধরে একই দিন একই অঙ্গরাজ্যে প্রচার চালাচ্ছেন তারা।

৫ নভেম্বর, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬০তম এ নির্বাচনে ট্রাম্প না হ্যারিস, কে জিতবেন তা সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যের ওপর নির্ভর করছে বলে জানাচ্ছে মার্কিন গণমাধ্যম ও নির্বাচনি বিশ্লেষকরা। এই সাতটি অঙ্গরাজ্যের একটি নর্থ ক্যারোলাইনা।

এই নিয়ে টানা চারদিন ধরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প একই দিন একই অঙ্গরাজ্যে প্রচার চালাতে গেলেন। নর্থ ক্যারোলাইনায় শেষ মুহূর্তে প্রচার চালিয়ে নিজ নিজ জনসমর্থন আরও কিছুটা বাড়ানোর চেষ্টা করেন দুই প্রার্থী।

প্রায় সবগুলো জনমত জরিপেই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। এদিকে, সাত কোটিরও বেশি আমেরিকান এরইমধ্যে তাদের ভোট দিয়ে দিয়েছেন।

এনএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন