26 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

নাইজারে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নারী-শিশুসহ নিহত ৩৯

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সন্ত্রাসীদের হামলায় নারী-শিশুসহ ৩৯ জন নিহত হয়েছেন। দেশটির সংঘাত-পীড়িত পশ্চিমাঞ্চলে সন্ত্রাসীদের পৃথক হামলায় তারা নিহত হয়েছেন।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

সংঘাত-বিধ্বস্ত সীমান্তে দুটি পৃথক হামলা

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে সন্দেহভাজন সন্ত্রাসীরা পশ্চিম নাইজারের সংঘাত-বিধ্বস্ত সীমান্তে দুটি পৃথক হামলায় নারী ও শিশুসহ ৩৯ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

হামলাকারীরা কোকোরউ এবং লিবিরিতে হামলা করে এবং এতেই প্রাণহানির এই ঘটনা ঘটে। তবে সন্ত্রাসীদের এই হামলা ও প্রাণহানির ঘটনা ঠিক কবে ঘটেছে সে সম্পর্কে আরও বিশদ বিবরণ দেয়নি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আল কায়দা ও ইসলামিক স্টেটের তৎপরতাও আছে। গত কয়েক বছর ধরে সেনাবাহিনীর সঙ্গে সংঘাত চলছে তাদের। এই সংঘাতে ইতোমধ্যে প্রাণ গেছে কয়েক হাজার বেসামরিক মানুষের, বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে দরিদ্র দেশ হিসেবে নাইজারের অবস্থান নিচের দিকে। প্রতিবেশী দেশগুলোর মতো এই দেশটিও সশস্ত্র সন্ত্রাসীদের মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে।

এনএ/

দেখুন: এই হাসি কিসের বিজ্ঞাপন?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন