নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে ধারাবাহিক প্রাণঘাতী বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
শনিবার একটি বিয়ের আসরে, নিহতদের জানাজায় এবং একটি হাসপাতালে হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ বলছে, নিহতদের মধ্যে শিশু ও গর্ভবতী নারীও রয়েছেন।
বোর্নে রাজ্যটি ১৫ বছর ধরে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের বিদ্রোহের কেন্দ্র ছিল। ওই সময় তাদের হামলায় ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। নিহত হয় ৪০ হাজারের বেশি মানুষ।
২০১৪ সালে বোকো হারাম গোওজা শহরটি দখল করে নিয়েছিল। ২০১৫ সালে নাইজেরিয়ান বাহিনীগুলো শহরটি থেকে জঙ্গিদের হটিয়ে দেয়। কিন্তু তারপর থেকে বোকো হারাম জঙ্গিরা শহরটির আশপাশে নিয়মিত হামলা চালাতে থাকে ও লোকজনকে অপহরণ করা শুরু করে।