অগ্রযাত্রার ৪ বছরে নাগরিক টেলিভিশন। গত তিনটি বছর অনেক দুঃখ-বেদনা আর আনন্দ-সফলতা ছিলো সঙ্গী। প্রতিষ্ঠার তিন বছরে মানুষের যে ভালোবাসা তৈরি হয়েছে, তা নাগরিকের আত্ববিশ্বাস বাড়িয়েছে, করেছে দায়িত্বশীল।
অগ্রযাত্রার চার বছরে পাঁ দেয়ার মুহুর্ত এটি। বস্তুনিষ্ঠ খবর, খবরের পেছনের খবর আর অনুষ্ঠান এ তিন সূচকে নাগরিক পথ চলেছে। সামাল দিতে হয়েছে করোনা মহামারিও।
বাংলাদেশ ৫ দশকের যাত্রা, দুঃখ আর আনন্দ নিয়ে নাগরিক সঙ্গী হয়েছে। রাত ১২টা এক মিনিটে কেক কেটে নতুন বছরের যাত্রা। সঙ্গে ছিলেন বিশিষ্ট জনেরা।
নৌ পরিবহন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নাগরিক আরও জীবন ঘনিষ্ট হিসেবে পথ চলবে, রচনা করবে আলোকিত সাফল্য।
নাগরিক টেলিভিশন ব্যবস্থাপনা পরিচালক ড. রুবানা হক বলেন, নিরন্তর অগ্রগতি আর অর্জনের কৃতত্ব নাগরিক কর্মীদের।
নাগরিক টেলিভশন পরিচালক নাভিদুল হক বলেন, দর্শকের আস্থা, আরও বেশি আত্ববিশ্বাসী করবে নতুন বছরে। করবে দায়িত্বশীল। তবে সব মানুষের কথা বলার চ্যালেঞ্জ কম নয়। এ জন্য নাগরিকের চেষ্টা অব্যাহত থাকবে।
এ মাহেন্দ্রক্ষণে বিশিষ্ট জনেরা স্মরণ করলেন, নাগরিকের প্রতিষ্ঠাতা, প্রয়াত মেয়র আনিসুল হক কে। যার আলোয় আজও আলোকিত নাগরিক।
প্রত্যাশা, ২০২২ সালের প্রতিষ্ঠাবার্ষিকী হবে আরও আলোকিত, সাফল্যের। নাগরিক এগিয়ে যাবে দেশের অগ্রযাত্রার পথ বেয়ে।
সাআ/ফই
Leave a Reply