23.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

নাগরিক কমিটির আত্মপ্রকাশ বিকেলে, প্রস্তুত হচ্ছে মঞ্চ

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে দলটির ঘোষণা দেওয়া হবে।

নতুন দলের ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে মঞ্চ সাজানোর প্রস্তুতি।পাশাপাশি ওয়াশরুম ও বিভিন্ন বুথ নির্মাণেরও কাজ চলছে। গতকাল সন্ধ্যা থেকে কাজ শুরু হয় পুরোদমে।

এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা। এ ছাড়া সেখানে থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকদেরও যোগ দেওয়ার কথা রয়েছে।

আয়োজকরা জানান, নতুন ঘোষণাকে কেন্দ্র করে ৫ লাখের বেশি মানুষ জামায়েত হবে মানিক মিয়া এভিনিউতে। তিন স্তরের নিরাপত্তার ব্যাবস্থাও করা হয়েছে সেখানে।

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে নতুন দলের নাম চূড়ান্ত হয়। এরপর বৈঠকে শীর্ষ পাঁচ পদও ভাগ করে দেওয়া হয়েছে। এদের মধ্যে আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেন, প্রধান সমন্বয়ক পদে নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সারজিস আলমের নাম চূড়ান্ত করা হয়।

এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব। সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে তাসনীম জারা ও নাহিদা সারওয়ার নিবা।

এনএ/

দেখুন: ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি, নেতৃত্বে আছেন কারা? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন