24.7 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

নাটোরে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

যথাযোগ্য ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে নাটোরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ৭ টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরে ৮ টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম জামাতে ইমামতি করেন আলাইপুর মার্কাস জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মফিজুর রহমান এবং দ্বিতীয় জামাতে ইমামতি করেন কান্দিভিটা জামে মসজিদের পেশ ইমাম গোলাম মোস্তফা।

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ ঈদের নামাজ আদায় করেন।

এ ছাড়াও শহরের  কেন্দ্রীয় মসজিদ, গাড়িখানা মসজিদ, বড় হরিশপুর ঈদগাহ মাঠ, বাস টার্মিনাল মসজিদসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পড়ুন : নাটোরে ডিসির পুরনো বাংলোর জঙ্গল থেকে রাতভর অভিযানে ৭৯ বস্তা ব্যালট উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন