34.5 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

নাটোরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রথম হলো ‘মেসি’

নাটোরের গুরুদাসপুরে গ্রামীণ ঐতিহ্যের অন্যতম জনপ্রিয় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম স্থান অধিকার করেছেন সিরাজগঞ্জের নুরুরনবীর ”মেসি’।
রবিবার (১৩এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের জনাব মোড় এলাকায় এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রওশনপুর এলাকাবাসীর আয়োজনে প্রায় ৩০টি ঘোড়া এই দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করে। চাপিলা ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক নিলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক চাপিলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাফর ইকবাল নয়ন।


এ সময় ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল সরকার, ওলামা দলের সাধারন সম্পাদক মাওলানা শাহাদত হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন নাজমুল হোসেন, সম্রাট আলী, রঞ্জু আহমেদ, আমির আলী, আলাউদ্দিন আলী, আকতারুজ্জামান, আমির হোসেন বানু, নজির উদ্দিন, মোতালেব ফকির, জসিম উদ্দিন, রিপন সরকার। এসময় ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব সানজেদুর রহমান শুভ উপস্থিত ছিলেন। ঘোড়া দৌড় প্রতিযোগিতা দ্বিতীয় স্থান অধিকার করেন আরিয়ানের নুরের পুতুল, তৃতীয় স্থান অধিকার করেন সম্রাটের বনলতা।

ঘোড়া দৌড়কে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিশু, নারী, পুরুষ, বৃদ্ধসহ হাজারো দর্শনার্থী প্রতিযোগিতা উপভোগ করতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন। পহেলা বৈশাখ উপলক্ষে মাঠজুড়ে বসে গ্রামীণ মেলা, সেখানে বসে বিভিন্ন পণ্যসামগ্রীর দোকান আর দর্শকদের উল্লাসে মুখর হয়ে ওঠে চারপাশ।

পড়ুন : নাটোরে শত শত পূণ্যার্থীর অংশগ্রহণে ২শ বছরের পুরনো গঙ্গাস্নান উৎসব

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন