নাটোরে গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মোহম্মদ বাবলু ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১০ টার দিকে সদর উপজেলার দিঘাপতিয়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত মোহম্মদ বাবলু সদর উপজেলার ছাতনী ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান ও স্থানীয়রা জানান, দিঘাপতিয়া ইউনিয়নের দিঘাপতিয়া গোরস্তানের ভিতরের গাছের ডাল কেটে পরিস্কার করার কাজ করছিল সে। ডাল কাটার সময় অসাবধানতাবসত বাবলু গাছ থেকে মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
পড়ুন: নাটোরে পুলিশ পরিচয়ে পানচাষির পৌনে ২ লাখ টাকা ছিনতাই
দেখুন: কথা না শোনায় রিক্সা চালকের সঙ্গে পুলিশের এ কেমন আচরণ?
এস