১০/১১/২০২৫, ৭:৪১ পূর্বাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ৭:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরে চার হাত-পা ও দুই মাথা নিয়ে এক শিশুর জন্ম

বিজ্ঞাপন

নাটোরের বড়াইগ্রামে অদ্ভুত আকৃতির জোড়া মাথা দুই কন্যা শিশুর জন্ম হয়েছে। জন্মের আগেই মায়ের গর্ভে শিশু দুইটির মৃত্যু হয়। শুক্রবার(৩০ মে) বিকেল ৩টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া আমেনা হাসপাতালে ওই অদ্ভত জোড়া মাথা জমজ শিশুর জন্ম হয়। নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈল গ্রামের সুমন আলীর স্ত্রী জরুফা খাতুন (২৪) ওই জোড়া শিশুটির জন্ম দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরের বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈল গ্রামের কৃষক সুমন আলীর স্ত্রী জরুফা খাতুন (২৪) বৃহস্পতিবার বিকেলে বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি হন। পরে হাসপাতালে ওই মায়ের আলট্রাসনোগ্রাফি করা হলে চিকিৎসক জানান গর্ভে জমজ শিশু রয়েছে। শুক্রবার প্রসব বেদনা উঠলে নরমাল ডেলিভারিতে অদ্ভুত আকৃতির জোড়া মাথা মৃত দুই কন্যা শিশুর জন্ম হয়। এসময় জোড়া শিশুদের চারটি হাত, চারটি পা এবং দুইটি মাথাযুক্ত দেখা যায়।

জমজ শিশুর মা জরুফা বলেন, ৭ মাস ২৮ দিন পর তার এই জমজ সন্তানের জন্ম হয়। প্রসবের কিছুক্ষণ আগেই গর্ভে জোড়া লাগানোর দুই সন্তানের মৃত্যু হয়। জন্ম নেওয়া জমজ শিশু দুইটি তাদের দ্বিতীয় সন্তান। আগে তাদের সংসারে ৭ বছর বয়সি একটি সন্তান কন্যা সন্তান রয়েছে।

আমেনা হাসপাতালের চেয়ারম্যান ডা. আনছারুল হক জানান, এমন জোড়া লাগানো জমজ শিশুর জন্ম হয় তা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি। জীবিত থাকলে তাদের আলাদা করার সুযোগ থাকতো। জোড়া লাগানো জমজ শিশুদের ইমম্যাচিউরড (অপরিপক্ক) থাকায় মৃত হয়ে জন্ম হয়েছে।

পড়ুন : নাটোরে নদীতে মিললো নিখোঁজ শিশুর মরদেহ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন