27.3 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

নাটোরে জাল পাসপোর্ট ও ইয়াবাসহ যুবক আটক

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে সেনাবাহিনীর অভিযানে মাদক ও পাসপোর্ট জালিয়াতি চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ১৪ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আরিফুল ইসলাম নামের এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সেনাবাহিনী।

অভিযানের সময় তার বাড়ি থেকে ৪ পিস ইয়াবা, ৫টি জাল ডিপ্লোমেটিক পাসপোর্ট, ১১টি জাল সবুজ পাসপোর্ট, ৪টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, ৩টি অবৈধ সিম কার্ড, দেশি-বিদেশি পরিচয়পত্র, ভুয়া বিসিএস কর্মকর্তার সিল, অসংখ্য পাসপোর্ট সাইজের ছবি ও পাসপোর্ট তৈরির নানান কাগজপত্র উদ্ধার করা হয়।


অভিযান উদ্ধারকৃত অবৈধ মালামালসহ তাকে লালপুর থানায় হস্তান্তর করে লালপুরের সেনা ক্যাম্প কমান্ডার।

এ বিষয়ে লালপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, আসামির বিরুদ্ধে মাদক ও পাসপোর্ট জালিয়াতির পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে।

পড়ুন : নাটোরে নানা আয়োজনে পহেলা বৈশাখ পালিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন