১৮/০৬/২০২৫, ২৩:৫৭ অপরাহ্ণ
26.1 C
Dhaka
১৮/০৬/২০২৫, ২৩:৫৭ অপরাহ্ণ

নাটোরে ট্রেনের স্প্রিং ভেঙে বগি বিকল, আহত ২

নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিন বগির স্প্রিং ভেঙে চাকার ওপর পড়ায় বিকল হয়ে যায় বগিটি। এতে ভেতরে থাকা ২ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি আব্দুলপুর জংশনে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর জংশনে প্রবেশের সময় হঠাৎ ট্রেনের ক্যান্টিন বগির স্প্রিং ভেঙে বিকট শব্দে পুরো বগিটি চাকার ওপর আছড়ে পড়ে। পরে বিকল বগিটি রেখে বাঁকি বগি সংযুক্ত করে আধঘণ্টা পর ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

আব্দুলপুর স্টেশন মাস্টার জিয়া উদ্দিন জানান, বিকল বগি অপসারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ১ নম্বর প্ল্যাটফর্মে বগিটি বিকল হলেও ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করে ট্রেন চলাচল স্বভাবিক রাখা হয়েছে বলে জানান তিনি।

পড়ুন: নাটোরে পিকআপ-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

দেখুন: কথা না শোনায় রিক্সা চালকের সঙ্গে পুলিশের এ কেমন আচরণ?

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন