39.8 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

নাটোরে ডিসির পুরনো বাংলোর জঙ্গল থেকে রাতভর অভিযানে ৭৯ বস্তা ব্যালট উদ্ধার

নাটোরে ডিসির পুরনো বাংলোর জঙ্গল থেকে ইলেকট্রনিক্স ডিভাইসের বস্তাসহ মোট ৭৯ বস্তা ব্যবহৃত ও কিছু অব্যবহৃত ব্যালট উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিট থেকে রবিবার ভোর ৩টা ৪৫ মিনিট পর্যন্ত মাটি খুঁড়ে ৭৯ বস্তা ভর্তি ব্যালট উদ্ধার করেছে যৌথ বাহিনী।

সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, গত শনিবার দুপুরে ডিসির পুরনো বাংলোর পাশে জঙ্গলে পুঁতে রাখা ব্যালটের খোঁজ পেয়ে উর্ধ্বতন পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সবার সম্মিলিত সিদ্ধান্তে রাত ১১ টা ৪৫ মিনিট থেকে যৌথ বাহিনির উপস্থিতিতে টানা ৪ ঘন্টা মাটি খোঁড়া হয়।


এসময় সকলের উপস্থিতিতে আড়াই মন বস্তা ৪০টি ও ৬০ কেজির বস্তা ৩ টি (০১ টি ইলেকট্রনিক্স ডিভাইস সহ) মোট ৭৯ বস্তা ব্যালট উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) একরামুল হক বলেন, উত্তোলিত ব্যালট থানা হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত ২৯ মার্চ দুপুরে নাটোর শহরের কান্দিভিটায় জেলা প্রশাসকের পরিত্যক্ত বাংলোর মাঠে পুঁতে রাখা অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলার চারটি আসনের বিপুল সংখ্যক ব্যালট পেপারের সন্ধান পায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

পড়ুন : নাটোরে ডিসির পুরাতন বাংলোয় সিলমারা ব্যালট পেপার ও ডিভাইস উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন