16 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

নাটোরে বিএনপির সমাবেশে হামলা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা ও ককটেল ফাটিয়েছে বহিরাগত দুর্বৃত্তরা। বুধবার বেলা ১০টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করলে ছত্রভঙ্গ হয়ে যায় দুর্বৃত্তরা।

ধারালো অস্ত্রের আঘাতসহ ইটপাটকেল ও মারধরে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুসহ অন্তত ৭ নেতাকর্মী আহত হয়েছে।

আহতদের মধ্যে শহিদুল ইসলাম বাচ্চু দৃর্বুত্তের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন বলেন, ‘দলীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে বিভাগীয় ও জেলার নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। সকাল ১০টার দিকে সমাবেশ শুরু করলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এসে আমাদের সমাবেশে হামলা চালায় এবং ককটেল বিস্ফোরণ করে। এ সময় তারা দলীয় নেতাকর্মীদের ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো শুরু করে। এতে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুসহ কয়েক নেতাকর্মী রক্তাক্ত জখম হয়।’

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন