24 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রীর মৃত্যু

নাটোরের লালপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের চাপায় ইমা খাতুন (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইমা খাতুন উপজেলার ভাটাগ্রামের ইমরান হোসেনের মেয়ে এবং সে তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্কুল ছুটির পর সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল ইমা। এসময় লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর নামক এলাকায় পৌঁছালে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা এক মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিক্ষার্থী ইমার মৃত্যু হয়।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো তথ্য এখনও পাইনি। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন