27.3 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

দাম কম হওয়ায় নাটোরে চাহিদা বেড়েছে ঘোড়ার মাংসের

নাটোরের নলডাঙ্গায় বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস। শুনতে অবাক লাগলেও এই এলাকায় ঘোড়ার মাংসের ব্যবসা এখন জমজমাট। এই মাংসের দামও ক্রেতাদের হাতের নাগালে। কেজিতে বিক্রি হচ্ছে মাত্র ৩০০ টাকা দরে।

জানা গেছে, উপজেলার মাধনগর ভট্টপাড়ার পূর্বপাড়ায় ৩টি ঘোড়ার মধ্যে একটি ঘোড়া জবাই করে বিক্রি করা হয়। এদিকে ঘোড়ার মাংস বিক্রি নিয়ে উপজেলার মাধনগর ভট্টপাড়াসহ ওই এলাকাসহ আশেপাশের এলাকায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

মাধনগরের স্থানীয় এলাকাবাসী আল আমিন ও শহিদুলসহ অনেকেই জানান, বুধবার বিকাল থেকে সন্ধায় চলে ঘোড়ার মাংস বিক্রি। অনেকেই এই ঘোড়ার মাংস ক্রয় করেছে। এছাড়া এলাকার অনেকে মনে করছেন ঘোড়ার মাংস খাওয়া অরুচিকর বলেও মন্তব্য করেছেন।

নাটোরে ঘোরার মাংস বিক্রেতা ফরমাজুল বলেন,

এই মাংস খেতেও গরুর মাংসের চেয়ে সুস্বাদু। অনেকে এই মাংস নিয়েছে। তেমন কোনো চর্বি নাই। ৩০০ টাকা কেজিতে মাংস বিক্রি করছি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পবিত্র কুমার গণমাধ্যমকে জানান, ঘোড়া জবাইয়ের বিষয়টি শুধু শুনেছি। নিয়মানুযায়ী পশু জবাইয়ের আগে সুস্থ কি না এর জন্য ডাক্তারি সার্টিফিকেট আমাদের কাছ থেকে নিতে হয়। কিন্তু ঘোড়া জবাইয়ের কোনো সার্টিফিকেট আমাদের কাছ থেকে নেওয়া হয়নি।

পড়ুন: নাটোরে মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি করায় ছাত্রলীগ নেতা আটক

দেখুন: নাটোরে ধান দিয়ে তৈরি হলো দুর্গা প্রতিমা | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন