23.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

নাটোরে থানার ফটকে টিকটক করে আ.লীগ নেত্রী গ্রেফতার

নাটোরের বড়াইগ্রামে থানার মূল ফটকে টিকটক করা আওয়ামী লীগ নেত্রী শিউলী খাতুনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে বড়াইগ্রাম পৌর এলাকার উত্তরপাড়া মহল্লার বাসা থেকে তাকে আটক করা হয়। পরে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে তোলা হয়।

শিউলী নাটোরে জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন।

তিনি নাটোরে সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের মামুনুর রশীদের স্ত্রী। গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কা প্রতীকে নির্বাচন করে পরাজিত হন তিনি।

জানা গেছে, সোমবার থানার মূল ফটকে টিকটক ভিডিও ধারণ করেন। এরপর সেটি সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুকে প্রকাশ করেন। মূহুর্তেই ভাইরাল হয় সেই ভিডিও। থানার সামনে নাচের ভিডিও ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় শুরু হয় আলোচনা-সমালোচনার। অসংখ্য মানুষ ভিডিওটি শেয়ার দিয়ে তাকে গ্রেফতারের দাবি জানান।

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, আমাদের সকলের অগোচরে ভিডিওটি ধারণ করা হয়েছে। বিষয়টি সংবাদকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি। তাকে আটকের পর চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পড়ুন:যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজেহারুল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

দেখুন:চট্টগ্রাম কোতোয়ালী থানার সাবেক ওসি জনতার হাতে আটক |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন