১৫/০৬/২০২৫, ৯:২৩ পূর্বাহ্ণ
28.1 C
Dhaka
১৫/০৬/২০২৫, ৯:২৩ পূর্বাহ্ণ

নাটোরে গুলিসহ পিস্তল ও মোটরসাইকেল উদ্ধার

নাটোরে বাগাতিপাড়ায় চেকপোস্ট বসিয়ে ২ রাউন্ড গুলিসহ পিস্তল ও একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯মে) রাত ১০ টা ৫০ মিনিটের দিকে বাগাতিপাড়া উপজেলার পকেট খালি পুলিশ ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১০ টা ৫০ মিনিটের দিকে বাগাতিপাড়া মডেল থানার অন্তর্গত পকেট খালি ক্যাম্পে পুলিশের একটি টিম রাত্রিকালীন চেকপোস্ট ডিউটি করার সময় একটা মোটরসাইকেলের আরোহীদেরকে চেকিংয়ের জন্য থামার সিগন্যাল দেয়। এসময় তারা (মোটরসাইকেল আরোহীরা) সিগনাল অমান্য করে সামনের দিকে চলে যেতে লাগে। এসময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি মোটরসাইকেলসহ পড়ে যায়। মোটরসাইকেল আরোহী দুজন এসময় মোটরসাইকেল না তুলেই তড়িঘড়ি করে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় একজনের শরীর থেকে কাপড়ে মোড়ানো দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল মাটিতে পড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিসহ পিস্তল এবং রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার তদন্ত ওসি রেজাউল হাসান জানান, অজ্ঞাত ওই দুই ব্যক্তিকে ধরতে পুলিশের অভিযান চলছে।

পড়ুন: নাটোরের প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলুকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দেখুন: নাটোর-৪ আসনের উপনির্বাচন ১১ অক্টোবর 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন