নাটোরের সিংড়ায় বিএনপির অফিস থেকে দেশীয় অস্ত্রসহ হাজী কুদ্দুস আকন্দ নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার গভীর রাতে উপজেলায় বামিহাল থেকে তাকে আটক করা হয়।
সেনাবাহিনী সুত্রে জানা যায়, একাধিক মামলার আসামী হাজী কুদ্দুস আকন্দ হঠাৎ ব্যক্তিগত উদ্যোগে বামিহালে বিএনপির পার্টি অফিস করে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল, পুকুর দখল করে আসছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার গভীর রাতে পার্টি অফিসটিতে অভিযান চালানো হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়। এসময় অফিসটিতে বিপুল পরিমান দেশীয় অস্ত্র টেটা বল্লমের সন্ধান মেলে। স্থানীয়রা জানায়, এই পার্টি অফিসটি তার ব্যক্তিগত উদ্যোগে করেছে। যা বিএনপির অনুমোদনকৃত নয়। তার এই কার্যক্রমের কারণে এলাকায় ব্যাপক ত্রাস সৃষ্টি হয়েছে। পরে আটককৃত হাজী কুদ্দুস আকন্দকে সিংড়া থানায় হন্তান্তর করা হয়।
পড়ুন: নাটোরে ৩৬৫ বোতল ফেন্সিডিলসহ দুই ভাই আটক
দেখুন: ১ হাজার টাকায় নাটোর ঘুরোঘুরি
ইম/