নাটোরের বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়ের বিরুদ্ধে সরকারি গাড়িতে ব্যক্তিগত ভ্রমণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে কোনো প্রকার দাপ্তরিক অনুমতি ছাড়াই সরকারি গাড়ি নিয়ে ব্যক্তিগত কাজে চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট এলাকায় যান তিনি। ঘটনা জানাজানির পর স্থানীয় প্রশাসনিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল ইসলাম খান। তিনি বলেন, অনুমতি ব্যতীত সরকারি গাড়ি নিয়ে ব্যক্তিগত কাজে কানসাট যাওয়ার বিষয়টি আমি জানতে পেরেছি। কি কাজে সরকারি গাড়ি নিয়ে কানসাট গেছেন জানতে চাইলে হাবিবুল ইসলাম খান বলেন, উপজেলা কৃষি কর্মকর্তা দাবি করছেন গাড়িটি নাকি মেরামতের জন্য নিয়ে গেছেন। তিনি সেটা বলতেই পারেন, তবে এসব যুক্তি চলবে না।সরকারি গাড়ি বিধিবর্হিভূত ভাবে ব্যবহার করায় অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, সরকারি গাড়ি অপব্যবহারের কারণে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়ের বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পড়ুন: মেহেরপুরে নন্দাইয়ের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রী খুন, আত্মহত্যা সাজানোর চেষ্টা
দেখুন: ফাইনালের শিরোপা কার? সিলেট নাকি কুমিল্লার
ইম/